শ্রীলঙ্কার প্রেসিডেন্টর বাসভবনে বিক্ষোভকারীরা

 






শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বাসভবনে ঢুকে পড়েছে বিক্ষোভকারীরা। দেশটির বিপর্যয়কর অর্থনৈতিক সংকটের মধ্যে চলা বিক্ষোভের মুখে নিজের সরকারি বাসভবন ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট।


শনিবার (৯ জুলাই) প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।


শ্রীলঙ্কাভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মিরর জানায়, কলম্বো ফোর্টের চাথাম সড়কে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে বিক্ষোভকারীরা রাষ্ট্রপতির বাসভবনে প্রবেশ করেছে। এসময় বিক্ষোভকারীরা গোতাবায়া রাজাপাকসের পদত্যাগ দাবি করে।


পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। এছাড়া বিক্ষোভকারীদের প্রবেশ ঠেকাতে গুলি চালায়। তবুও বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙ্গে রাষ্ট্রপতির বাসভবনে প্রবেশ করে।


ডেইলি মিরর আরও জানায়, কলম্বোতে বিক্ষোভ শুরু হওয়ার আগেই রাষ্ট্রপতিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।


এদিকে, চলমান বিক্ষোভে দুই পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন এবং তাদের কলম্বোর ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, হাজার হাজার বিক্ষোভকারী ব্যারিকেডের কয়েকটি স্তর ভেঙে প্রেসিডেন্ট ভবনের প্রধান ফটকে পৌঁছেছে এবং পুলিশকে এলাকা থেকে সরে যেতে দেখা গেছে। এছাড়া ফাঁকা গুলির শব্দ শোনা গেছে এবং একটানা কয়েক রাউন্ড টিয়ার গ্যাস ছোড়া হয়েছে।

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম