বন্যায় ক্ষতিগ্রস্থ আলেম-উলামাদের পাশে দাঁড়িয়েছে নাসিহা ফাউন্ডেশন। চলমান বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ, রান্না করা খাবার বিতরণের পাশাপাশি এবার মাদরাসার শিক্ষকদের পাশে দাঁড়িয়েছে ভাই-বন্ধু, আত্মীয়-স্বজনদের খোদার রাহে আহবান করা এবং আর্তমানবতার সেবা করার মানসে গঠিত সংগঠন নাসিহা।
বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি এলাকার হাদারপাড় জামেয়া ইসলামিয়া হাদারপার উপরগ্রাম বাজার মাদরাসার শিক্ষকদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ ও শাড়ী-লুঙ্গি হাদিয়া হিসেবে পরিবেশন করা হয়।
মাদরাসার মুহতামিম মাওলানা আবু হানিফ এর সভাপতিত্বে এবং শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আল মানারের পরিচালনায় বক্তব্য রাখেন-নাসিহা ফাউন্ডেশন'র অভিভাবক আলহাজ্ব আব্দুর রাকিব রকু, সাংবাদিক মাওলানা আতিকুর রহমান নগরী, হাফিজ আবু তালহা।
বক্তব্যে তারা বলেন, নাসিহার স্বপ্নদ্রষ্টা মুফতি শাইখ হাবিব নূহ ও তাঁর ছোটভাই মুফতি শামীম মুহাম্মদ এর সার্বিক তত্ত্বাবধানে এবং সহযোগীতায় বন্যা পরিস্থিতির শুরু থেকে এ পর্যন্ত অব্যাহতভাবে মসজিদ-মাদরাসাসহ সিলেট তথা দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায়দের পাশে দাঁড়াচ্ছে এই সংগঠনটি।
মাদরাসার পক্ষ থেকে মাওলানা আবু হানিফা নাসিহা ফাউন্ডেশন'র উত্তরোত্তর সফলতা কামনা করেন। পরিশেষে মাদাসার নাইবে মুহতামিম হাফিজ আব্দুর রহিম।